Problem solving for beginner Programmers বাংলায়।

Prime numbers and Prime checking.

প্রাইম নাম্বার কি?
প্রাইম নাম্বারের সংখ্যা কতো?
Co-Prime কি?
আমরা কিভাবে চেক করবো যে একটি নাম্বার প্রাইম নাকি প্রাইম না?
চলুন শিখে ফেলি!

Mixed Problem Solving Tutorial Series.

এই টিউটোরিয়াল সিরিজে Array Manipulation , Ad-Hoc, Implementation সহ অনেক ধরণের Problem Solve নিয়ে আলোচনা করা হবে। বেশকিছু গুরুত্বপূর্ণ টেকনিক নিয়েও আলোচনা করা হবে সল্ভ এর সাথে। তবে solution part এ মুভ করার আগে নিজে চেষ্টা করে দেখা উচিত। নিজে accepted করাতে পারলেও দেখতে পারেন। নতুন কিছু শেখা হয়ে যেতে পারে। সিরিজটি বেশ কয়েকভাগে ভাগ করা হয়েছে। প্রবলেম শুরুর দিকে একেবারে সহজ আর সামনে যতোই যাবেন প্রবলেম complexity বাড়তে থাকবে।